বাগেরহাটের কচুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আ. সোবাহান মোল্লা (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিলকুল গ্রামে এঘটনা ঘটে।
এলাকাবাসি জানায়, কচুয়া উপজেলার বিলকুল গ্রামের মৃত আ. জব্বার মোল্লার ছেলে আ. সোবাহান মোল্লা নিজ মৎস্য ঘেরে ইঁদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। অসাবধানতা কারণে সন্ধ্যায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করে নিজেই মৎস্য ঘেরের পানিতে নামেন। এসময়ে সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এলাকাবাসি তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যায় মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় ওই কৃষক পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার