বগুড়ার মহাস্থানগড়ের বৈরাগী ভিটা খননে বেরিয়ে এসেছে গুপ্ত ও মৌর্য আমলের অবকাঠামো। সেই সাথে বিভিন্ন পোড়া মাটির ফলকসহ বেশ কিছু প্রত্নতত্ত্ব সম্পদ। বিগত ২০১৬ সালের ২০ ডিসেম্বর থেকে এ খনন কাজ শুরু হয়েছে, যা আগামী মার্চ মাস পর্যন্ত চলবে।
মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান মজিবর রহমান বলেন, নিয়মিত খনন কাজের অংশ হিসেবে এ খনন কাজ চলছে। তবে বৈরাগীর ভিটায় প্রথম খনন কাজ করা হয়েছিল ১৯২৮ সালের দিকে। এরপর এখানে আর খনন কাজ হয়নি। তিনি জানান, আড়াই হাজার বছরের প্রসিদ্ধ নগরী মহাস্থানগড় প্রত্নতত্ত্ব সম্পদের বিশাল ভান্ডার। এ নগরীর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রত্নতত্ত্ব সম্পদ, যা দর্শনার্থী ও পর্যটকদের আকৃষ্ট করে। তিনি আরো জানান, এ পর্যন্ত গুপ্ত ও মৌর্য আমলের অবকাঠামোর পাশাপাশি বেশ কিছু প্রত্নতত্ত্ব সম্পদও পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার