নোয়াখালীর সেনবাগ উপজেলায় গ্রামীণ মেলার নামে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অপরাধে এবং অনুমতি না থাকায় অবৈধ মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকালে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুরে আয়োজিত এ অবৈধ মেলা বন্ধ করেন।
সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আলম মেলা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। গ্রামীণ মেলার নামে এখানে জুয়াসহ অসামাজিক কর্মকান্ড পরিচালিত করার কারণে অবৈধ এ মেলা বন্ধ করে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার