বনদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে একের পর এক সুন্দরবনের কুখ্যাত বনদস্যু বাহিনীগুলো আত্মসমর্পণ করছে। এ ধারাবাহিকতায় আগামী কাল সকাল ১১টায় বরিশালে র্যাব- ৮ কার্যলয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের হাতে আনুষ্ঠানিক ভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পণ করবে সুন্দরবনের বনদস্যু দল ‘জাহাংগীর বাহিনী’।
আজ বনদস্যু জাহাংগীর বাহিনীর প্রধান জাহাংগীরসহ অন্তত ২০ জন বনদস্যু ও প্রায় ৩০টি দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র ও দেড় হাজার রাউন্ড গোলাবারুসহ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় র্যাব হেফাজতে এসেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সুন্দরবনের বনদস্যু মাষ্টার বাহিনীর চেয়েও বড় এ বাহিনীর সদস্যদের নিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব-৮ শনিবার দুপুর থেকে সুন্দরবনে অভিযান চালিয়ে যাচ্ছে।
সুন্দরবনে দাঁপিয়ে বেড়ানো ৮টি বনদস্যু বাহিনীর ৭২জন সদস্য ১৬৪টি আগ্নয়াস্ত্র ও ৮ হাজার ৬শ ৩৬ রাউন্ড গুলি জমা দিয়ে র্যাবের মাধ্যমে আত্মসমর্পণ করা বনদস্যুরা ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়ে ফিরেছে স্বাভাবিক জীবনে। এসব দেখে সুন্দরবনে তৎপর অন্য বনদস্যু বাহিনীগুলোর মধ্যে বাড়ছে আত্মসমর্পনের প্রবণতা। ইতিমধ্যেই আত্মসমর্পন করা সুন্দরবনের প্রত্যেকে বনদস্যু স্বাভাবিক জীবনে ফিরতে সরকারিভাবে নগদ ২০ হাজার টাকা ও আইনি সহয়তা প্রদান করা হয়েছে। সরকারিভাবে আইনী সহয়তা পেয়ে ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছে বাহিনী প্রধানসহ ৪৮ জন বনদস্যু। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার