সুনামগঞ্জের তাহিরপুরে বড়দল উত্তর ইউনিয়নের ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহণে আজ শনিবার আন্তঃইউনিয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন।
ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি ও সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য সুষমা জাম্বিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আবুল কাসেম।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক, শাহ আলম, কামাল হোসেন, খাদিজা নার্গিস,আবদুর রউফ, সহকারী শিক্ষক আবদুল মান্নান, আবদুস ছালাম, ইউপি সদস্য নোয়াজ আলী, মোহাম্দ আলী, আবু তাহের প্রমুখ।
পরে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ও অতিথিগণ।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম