মুন্সীগঞ্জে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলার সিরাজদিখানের বাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা লিগ্যাল এইড কমিটি, মুন্সীগঞ্জ এবং মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের যৌথ আয়োজনে ও ইউএসএআইডি'র জাস্টিস ফর অল প্রোগ্রাম’র অর্থায়নে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ গণশুনানিতে দেড় শতাধিক গরীব ও দুস্থ নারী পুরুষ অংশগ্রহণ করেন এবং আইনগত বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। এ সময় তাদের প্রশ্নের জবাব দেন এ্যাডভোকেট লাবলু মোল্লা। গণশুনানিতে আইনী সেবা বঞ্চিত মানুষদের সরকারি খরচে আইনগত সেবা বিষয়টি অবগত করা হয় এবং লিগ্যাল এইডের মাধ্যমে গরিব ও দুস্থদের আইনী সেবা নেয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়।
ইউনিয়ম লিগ্যাল এইড কমিটির সভাপতি ও বাসাইল ইউপি'র চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের সভাপতিত্বে এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড'র প্যানেল আইনজীবী ও মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট লাবলু মোল্লা। প্রকল্প সমন্বয়কারী মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি মেম্বার ফারুক হোসেন, মুরাদ হোসেন, জামাল হাওলাদার, আয়ুব খান, শাহিদা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার