মরা নদীতে নাব্যতা ফিরিতে আনতে ১১ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।
আজ শনিবার বিকেলে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় ৫০৮ কোটি টাকা ব্যয়ে মাদারীপুর-জাজিরাসহ গুরুত্বপূর্ণ ১২টি নৌপথের খনন কাজের উদ্ধোধন শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ২০ হাজার ৪শ’ কিলোমিটার নদীপথ হারিয়ে গেছে। ২৪ হাজার কিলোমিটার নদীপথ ছিল, তা বর্ষকালে ৬ হাজার কিলোমিটার এসে দাঁড়িয়েছে। সেইসব নৌপথের গতিবেগ ফিরিয়ে আনতে গত ৮ বছরে ১ হাজার ১শ’ কিলোমিটারের মত নদীপথ খনন করেছে সরকার।
তিনি বলেন, নদী খননের জন্য আরও ২০টি ড্রেজার নির্মাণ করছে সরকার। এ ছাড়া প্রাইভেট সেক্টরেও আরও ৫০টি ড্রেজার এসেছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খানসহ অন্যরা।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম