গাজীপুরের কাশিমপুর বাজার এলাকায় আজ রাত সাড়ে ৮টার দিকে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের দু’টিসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্পূব বল অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুর বাজার এলাকায় ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার