কিশোরগঞ্জের নিকলী থেকে ৫২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। শনিবার দিবাগত রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নিকলীর ভাটি নানশ্রী গ্রামের শাহনেওয়াজ (৩৫) ও পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার জয়কা গ্রামের ইসমাইল (২২)।
র্যাব সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটি নানশ্রী গ্রামে অভিযান চালায় র্যাব-১৪ এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। পরে আটক দু'জনকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব