পাবনার আটঘড়িয়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের ৩ সদস্য।
রবিবার ভোর রাতে উপজেলার সুতাবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
তিনি বলেন, রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ডাকাত সদস্যরা পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে একটি দেশি শাটারগান, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব