সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে সজল মিয়া নামে এক কৃষক নিহতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিগঞ্জের আজিমিরিগঞ্জের গাড়িঘাট নামক এলাকা দিয়ে পালিয়ে যাবার সময় তাদের আটক করা হয়।
এরা হলেন শাল্লার শ্রীহাইল গ্রামের আবু বক্কর (৩০), রায়হান (২৮), রুবেল মিয়া (২৫) ও নবী হোসেন (৩১)।
জানা গেছে, শ্রীহাইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ডালিম মিয়া ও একই গ্রামের একবরের ছেলে জিয়াউর ওরফে জিয়ার পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ ৫০ বছর ধরে বিরোধ চলছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন।
এর মধ্যে ডালিমের পক্ষের সজল মিয়া টেটা বিদ্ধ হয়ে আহত হন। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/হিমেল