রাজবাড়ীর গোয়ালন্দে বাসের চাপায় এক বই ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত বই ব্যবসায়ীর নাম অধীর বিশ্বাস (৬০)। শনিবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অধীর বিশ্বাস রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজন বাড়ি এলাকার বাসিন্দা।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, "বাসটি আটক করা হয়েছে। তবে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।"
নিহতের ছেলে আকাশ বিশ্বাস জানান, "শুক্রবার সকালে তার বাবা ঢাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। শনিবার রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার উদ্দেশে তিনি ফেরিতে করে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে আসেন। সেখান থেকে মাহেন্দ্র গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী লালন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮