কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর শহরের পূর্ব বাজারে রবিবার অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, মুদি, মনোহারীসহ বিভিন্ন দোকান।
কুমিল্লা নগরী, দাউদকান্দি, হোমনা, চান্দিনা ও মুরাদনগর উপজেলার পাঁচটি ইউনিট সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গেছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এখনো দোকান গণনা করা হয়নি। তবে পুড়ে যাওয়া দোকান ৫০টির বেশি হবে।
ফায়ার সার্ভিস কুমিল্লা সদর কার্যালয়ের কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, পুড়ে যাওয়া দোকান ও ক্ষতির পরিমাণ তালিকা করা হচ্ছে।