দিনাজপুর সদর উপজেলার খানপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ মো. আশরাফুল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আশরাফুল খানপুর এলাকার বাসিন্দা।
দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আশরাফুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম