'শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো' 'শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পিটিআই চত্বরে গিয়ে শেষ।
র্যালিটির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়েরর জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেছ সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পিটিআই চত্বরে।