দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক রিভালভার, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে ইউনিয়নের বেনিরহাট-চাকলাবাজার সড়কের ভ্যারভেরি ব্রিজের পাশের বিন্নারথোপ এলাকা থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে জাপানের তৈরি একটি রিভালভার, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম