ঢাকায় এটিএন নিউজের সাংবাদিক ও ক্যামেরা পারসনের উপর হামলাসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, মামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি। আজ রবিবার বেলা বারটায় পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে পাবনায় কর্মরত গমাধ্যমকর্মীরা ছাড়াও রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, শিক্ষক ও সংস্কৃতিকর্মীসহ শতাধিক লোক অংশ নেন।
পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সভাপতি কাজী বাবলার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, স্থানীয় দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক অধ্যাপক শহিদুর রহমান শহিদ, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সাধারন সম্পাদক এনটিভি ও দৈনিক সমকালের সাংবাদিক এবিএম ফজলুর রহমান, বাংলাদেশ বেতারের প্রতিনিধি সুশীল তরফদার, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, একুশে টিভি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী, যমুনা টেলিভিশন প্রতিনিধি সিফাত রহমান সনম, দীপ্ত টিভির প্রতিনিধি সৈয়দ পাপুল, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, এসএ টিভি প্রতিনিধি কলিট তালুকদার, ডিবিসি নিউজ প্রতিনিধি পার্থ হাসান, জেলা গণতন্ত্রী পার্টি সাধারন সম্পাদক সুলতান আহমেদ বুরো, জেলা ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি রেজাউল করিম মনি, পাবনা সিটি কলেজের সহযোগী অধ্যাপক শামসুন্নাহার বর্না, মানবাধিকার কর্মী শহিদুর রহমান শহিদ, পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, পাবনা ড্রামা সার্কেলের সাবেক সভাপিত ও নাট্যকার দোলন আজিজ প্রমুখ।
বক্তারা বুধবারের হরতালে সাংবাদিকদের উপর নির্মম পুলিশী নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা মামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান। এছাড়াও অবিলম্বে বুধবারের হরতালের সংবাদ সংগ্রহের সময়ে শাহাবাগে হামলাকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক ও একাত্তর টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৫