মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার উপর দায়েরকৃত সকল হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহর ও মুক্তি দাবি এবং এটিএন নিউজের রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরাপার্সন আব্দুল আলীমের উপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের উদ্দোগে শহরের চৌমুহনা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রেস ও ইলেট্রোনিক মিড়িয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন আরাফাত রবিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সম্পাদক এম ইদ্রিস আলী, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক কাউছার ইকবাল, বিকুল চত্রুবর্তী, দীপংকর ভট্টাচার্য লিটন, সাইফুল ইসলাম, অনুজ কান্তি দাশ, হৃদয় দেব নাথ, আবুজার বাবলা, কবি জাভেদ ভূইয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব