মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশনের তিন সদস্য রবিবার কক্সবাজার এসেছেন। দুই দিনের প্রথম দিন রবিবার দুপুর থেকে কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ও লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি পরিদর্শন করছেন তারা। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন ওই কমিশন আনান কমিশন নামে পরিচিত।
মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির গড়া ৯ সদস্যের ওই কমিশনের তিনজন তাদের কাজের অংশ হিসেবে এ সফরে এসেছেন। ওই সদস্যরা হলেন মিয়ানমারের উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের ঘাসান সালামে।
জানা গেছে, কমিশনের সদস্যরা আগামী মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এ বছরের দ্বিতীয়ার্ধে আনান কমিশন অং সান সু চির কাছে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গা সমস্যার বড় প্রভাব পড়েছে বাংলাদেশে। কয়েক দশক ধরে বাংলাদেশে প্রায় তিন লাখ ৩৩ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। তাদের বেশির ভাগই কক্সবাজারে রয়েছে।
গত ৯ অক্টোবর মিয়ানমার সীমান্ত বাহিনীর চৌকিতে হামলার পর রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে প্রায় ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে। কবে নাগাদ তাদের ফেরত পাঠানো যাবে তা নিশ্চিত নয়। কারণ মিয়ানমার তাদের নাগরিক হিসেবেই স্বীকার করে না। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর পর রোহিঙ্গা ইস্যুতে অগ্রগতির আশা করা হলেও পরিস্থিতির মোটেও উন্নতি হয়নি।