মিয়ানমার সেনা, পুলিশ ও রাখাইন যুবকদের দমন নিপীড়নে অতিষ্ঠ হয়ে বাংলাদেশে পালিয়ে এসে বস্তিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সচক্ষে দেখলেন রাখাইন কমিশনের একটি প্রতিনিধিদল। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা বস্তি ঘুরে দেখেন তারা। এসময় প্রতিনিধিদল বালুখালী বস্তির একটি ঝুঁপড়িতে রুদ্ধদ্বার কক্ষে প্রায় দেড় ঘন্টাব্যাপী নির্যাতিত বেশ কয়েকজন রোহিঙ্গা নর-নারীর সঙ্গে কথা বলেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন ওই কমিশন আনান কমিশন নামে পরিচিত।
রাখাইন কমিশনের প্রতিনিধি দল মিয়ানমারের শিলখালী গ্রামের নুর বেগম(২৮), মরিচ্যা বিলের গুলিবিদ্ধ মোহাম্মদ মোসলেহ উদ্দিন (২৫), নাইছাপ্রু গ্রামের নুর জাহান (৫৫), নুর কায়েসা (২২), শিলখালী গ্রামের ফারেজা বেগম (২০), নাইছংয়ের ইয়াসমিন (২২), বুচিদংয়ের রশিদ আহমদ (৩০), খেয়ারিপাড়া গ্রামের আবুল কালাম (২৮), আনোয়ারা বেগম (২৫), লায়লা বেগম (৩২), সাইফুল ইসলাম (২৭), আনোয়ার কামাল (২৪), মোহাম্মদ হারুন (২৯), সাবের (৩০), আলী হোছন (২৭), আমির হোছন (৩১), খলিল (২৩) ও কুমিরখালী গ্রামের নুর বেগম ও সেতারা বানুসহ ১৯ জন নির্যাতিত রোহিঙ্গার সঙ্গে রুদ্ধদ্ধার কক্ষে কথা বলেন।
পরে ওইসব রোহিঙ্গাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, মিয়ানমারে তাদের উপর কী ধরনের অত্যাচার, উৎপীড়ন করা হয়েছে প্রতিনিধি দল তা জানতে চেয়েছে। রোহিঙ্গারা তাদের উপর বর্বরোচিত হামলা, ধর্ষণ, নির্যাতন, আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, হত্যা প্রভৃতি নির্যাতনের তথ্য উপাত্ত তুলে ধরেছেন বলে স্থানীয় সাংবাদিকদের জানান।
রাখাইন রাজ্য বিষয়ক পরামর্শক কমিশনই মূলত রাখাইন কমিশন নামে পরিচিত। এ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে। প্রতিনিধি দল বালুখালী রোহিঙ্গা বস্তির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও তারা কোন কথা বলেননি।
গত অক্টোবরে রাখাইন রাজ্যে সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে মিয়ানমারের সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করলে ডিসেম্বরে কফি আনান মিয়ানমার সফর করেন। তিনি রাখাইন রাজ্যের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখার পাশাপাশি মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ, সশস্ত্র বাহিনী প্রধান সিনিয়র জেনারেল মিন অন লায়েং ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করেন। ওই সফর নিয়ে রাখাইন কমিশনের একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। যে কারণে রাখাইন কমিশন মিয়ামার সফর শেষে সরেজমিন উখিয়ার বালুখালী রোহিঙ্গা বস্তি পরিদর্শন করে রুদ্ধদ্বার কক্ষে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বললেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ