পাবনার আতাইকুলায় অভি নামের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ পাবনা-ঢাকা মহাসড়কের পাশে শোলাবাড়িয়া গ্রামের মাঠ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে।
নিহত অভি (১৩) জেলার সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সঙ্গে খাওয়া দাওয়া শেষে অভি নিজ ঘরে ঘুমাতে যায়। রাতে কখন কি হয়েছে কেউ বলতে পারছেন না। শুক্রবার সকালে শোলাবাড়িয়া গ্রামের মাঠের মধ্যে স্থানীয়রা অভির মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। অভির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে কেউ অভিকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। কারা কেন এই হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
এ ঘটনায় অভির বাবা ইমরান হোসেন বাবু অজ্ঞাতনামাদের আসামী করে আতাইকুলা থানায় একটি মামলা করেছে।
ইমরান হোসেন বাবু বলেন, এক সঙ্গে রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় অভি। আগে জানলে আমি ওর সঙ্গেই ঘুমাতাম।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা