বগুড়ার কাহালু উপজেলার উচারপুকুর থেকে বৃহস্পতিবার রাতে সাগর (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের আব্দুল বাছেদের ছেলে ও স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। গত ২৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল সে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, ওই কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত ২৯ জানুয়ারি নিখোঁজ হয় কিশোর সাগর। পরদিন ৩০ জানুয়ারি শাজাহানপুর থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর তাকে (সাগর) পুকুরে ফেলে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ