গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের কোদালের কোপে শাহিনুর বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার তালুককানুপুুর ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শাহিনুর বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী রাহেদুল ইসলাম ওরফে লিচু মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, শাহিনুর বেগমের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের আনার মিয়ার বিরোধ চলে আসছিল। দুপুরে শাহিনুর বেগম বিরোধপূর্ণ জমি থেকে পানি নিচ্ছিলেন। এসময় আনার মিয়া পানি নিতে বাধা দেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আনার মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে শাহিনুর বেগমের মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান শাহিনুর।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনার মিয়ার ভাই চাঁন মিয়াকে আটক করা হয়েছে। আনার মিয়াকেও গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/হিমেল