শেরপুরের ঝিনাইগাতীতে শুক্রবার সকালে বাসের ধাক্কায় দুই ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। নিহত ছাত্ররা হলেন শ্রীবরদী উপজেলার ছনকান্দা গ্রামের সামছুল হকের ছেলে সাইফুল (১৩) ও শহীদ মিয়ার আবু হামজা (১৩)। তারা যথাক্রমে ৬ষ্ঠ ও ৪র্থ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জেলার শ্রীবরদী পৌর এলাকার ছনকান্দা থেকে স্থানীয় ২০ স্কুল শিক্ষার্থী পিকআপ ভ্যানে করে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ নগর মাটিয়াকুড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
ঝিনাইগাতীর থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। চালককে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা