বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর সিএন্ডবি রোডের সেন্ট্রাল হাসপাতাল এলাকায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংর্ঘষে মাহেন্দ্রের ৭ যাত্রী আহত হয়েছে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জনকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক। এরা হলেন, ঝর্না বেগম, মো. মাসুম, মো. বাচ্চু, মোস্তাফিজুর রহমান ও বেল্লাল হোসেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই ফরিদ জানান, আজমী পরিবহনের একটি বাস সিএন্ডবি রোডের সেন্ট্রাল হাসপাতাল এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি যাত্রীবাহি মাহেন্দ্র আলফার সাথে সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি বিধ্বস্ত হয়ে সিটকে পড়ে। আহত হয় মাহেন্দ্রর ৭ যাত্রীর সকলে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর আজমী পরিবহনের বাস এবং মাহেন্দ্রটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসআই ফরিদ।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/হিমেল