বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন নামে এক পোল্ট্রি খামারীর মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন উপজেলা দক্ষিণ নাকশী গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
নিহত পোল্ট্রি খামারীর পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খামারীর মালিক কামাল হোসেন প্রতিদিনের মত খামারের মুরগীর খাবার খাওয়ানোর জন্য ভেতরে ঢুকলে সেখানে থাকা টিনের তৈরি বিদ্যুৎ বোর্ডে জড়িয়ে পড়েন। রাত ১ টার দিকে নিহত কামালের স্ত্রী মাজেদা খাতুন তার স্বামীর আসতে দেরি দেখে খামারে যায়। সেখানে কামলকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে কামালের মৃতদেহ উদ্ধার করে।
পরে নালিতাবাড়ীর থানার পুলিশ পরিদর্শক মুকুল হোসেন লাশটির সুরতহাল করে কোন বাদী না থাকায় লাশ দাফনের অনুমতির প্রক্রিয়া করে দেন।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/হিমেল