পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলায় নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আলুটিলা পর্যটনকেন্দ্রের কাছে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহালছড়ির চৌংড়াছড়ি এলাকার নেইম্রা মার্মা (৪০), উচনু মার্মা (১৮), চাইথোয়াই প্রু মারমা, পুলু মার্মা (১৬), উক্রাচিং মার্মা, টুনটুনি মারমা, অংক্যচিং মারমা ও ববি মারমা (৩০)।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা