ঝিনাইদহের সনাতনপুর গ্রামে ও মুনুড়িয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা এবং শুক্রবার সকাল ৯ টার দিকে এসব ঘটনা ঘটে।
ঝিনাইদহের নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক ইয়াছিন আলী জানান, বেশ কিছুদিন ধরে জেলা সদরের সনাতনপুর গ্রামের নাসির বিশ্বাস ও নাজিম বিশ্বাসের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতরাতে নাজিম বিশ্বাসের সমর্থকরা নাসির বিশ্বাসের এক সমর্থককে পিটিয়ে আহত করে। পরে শুক্রবার সকাল ৯ টার দিকে সনাতনপুর গ্রামে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
অপরদিকে জেলা সদরের মুনুড়িয়া বাজারে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে পাখি শিকার ও আধিপত্য বিস্তার নিয়ে ঘোড়শাল ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা পারভেজ মাসুদ লিলটন এবং অপর আ’লীগ নেতা জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। উভয় ঘটনায় আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/হিমেল