কুড়িগ্রামের রৌমারী সীমান্তে তিনটি ভারতীয় গরুসহ ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাতে উপজেলার খাটিয়ামারী সীমান্ত থেকে রৌমারী ৩৫ বিজিবির সদর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা নো ম্যানসল্যান্ড থেকে ১০৬৪ পিলারের কাছ থেক গরুসহ তাকে আটক করে। আটকৃত ব্যাক্তি হলেন সাইদুর ইসলাম (৪৫)। সে উপজেলার খাটিয়ামারীর বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার কাজী রফিকুল ইসলাম বলেন, "আজ ভোর রাতে দিকে খাটিয়ামারী সীমান্ত পাড়ি দিয়ে গরু নিয়ে সাইদুর ইসলাম বাংলাদেশে প্রবেশ করেন। সে অবৈধ পথে ওই তিনটি গরু ভারত থেকে নিয়ে আসেন। নিয়মিত টহল পরিচালনাকালে তাকে আটক করা হয়।"
তিনি আরও বলেন, "জব্দ করা ওই তিনটি গরুর আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা । এ ব্যাপারে রৌমারী থানায় চোরাচালান আইনে মামলা করা হয়েছে।"
রৌমারী থানা ইনর্চাজ (ওসি) এবি এম সাজেদুল ইসলাম সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/ ৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আবুল্লাহ সিফাত-১০