বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে হাসান ইমাম হামিম শেখ (১০) নামের ৩য় শ্রেনীর এক ছাত্রের দোলনায় বসে দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নিজ বাড়ীর গাছের ঢালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শিশুটির পিতা ওহিদুল ইসলাম জানান, ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র হাসান ইমাম হামিম শুক্রবার বিকেলে বাড়িতে দোলনায় বসে দোল খেতে লাগলে আকস্মিক ভাবে পিছলে পড়লে তার গলার সাখে দোলনার রশি ফাঁস লাগে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাতে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/ ৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আবুল্লাহ সিফাত-১৩