লক্ষ্মীপুরে পলি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
তবে নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে শশুর পক্ষের লোকজন পরিকল্পিত ভাবে পলিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত পলি ওই এলাকার তোফায়েল আহম্মেদের মেয়ে।
নিহত পলির মামা জয়নাল আবেদীন ও বোন মুন্নী জানান, পূর্ব শত্রুতার জের ধরে পলিকে তার শশুর পক্ষের লোকজন মারধর করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার চালায়। নিহত পলির শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে বলেও জানান তারা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/হিমেল