খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক চাপায় পৃষ্ট হয়ে একই পরিবারের মা ও ছেলেসহ ৮ জন নিহত হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, মহালছড়ি উপজেলার চুংড়াছড়ির মংপ্রস্ন মারমার স্ত্রী নাইম্রা মারমা (৪০) ও তার ছেলে চিংলা মারমা (১৩), একই এলাকার চাইলাপ্রস্ন মারমার ছেলে উচিংনু মারমা (১৫), মংমং মারমা শিশু কন্যা মাথিং মারমা (৫), চাইহ্লা মারমার শিশু কন্যা টুনটুনি মারমা (১০), মংক্ররীর মারমার ছেলে অংক্যচিং মারমা (১২) ও রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকপা এলাকার আক্যসুই মারমার ছেলে সাথোইপ্রু মারমা (১৫)। নিহত আরেক জনের নাম এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, আজ আলুটিলাস্থ ধাতুচৈত্র বৌদ্ধ বিহারে প্রধান ভান্তের দাহ ক্রিয়া অনুষ্ঠান ছিল। এখানে বহু পূর্ণাথীর মিলনমেলা ঘটে। এ নিয়ে রাস্তার দুপাশে মেলা বসে। এ সময় ঢাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাক (চট্রমেট্রো ১১-৩৮০০) নিয়ন্ত্রণ হারিয়ে সেখানকার দোকানে পিঠা খাওয়ার জন্য জড়ো হওয়া লোকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। হাসপাতালে অপর ১ জনের মৃত্যু হয়। এছাড়া ৯ জন আহত হয়।
আহতেদের মধ্যে ববি মারমা সহ অন্য একজন আশঙ্কাজনক বলে জানান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়ন ময় ত্রিপুরা। তিনি আরও জানান, তাদের অবস্থা এত বেশি খারাপ যে তাদেরকে বাইরে কোথাও পাঠানো যাচ্ছেনা। এদিকে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।
অন্যদিকে নিহত ৮ জনের মধ্যে ৬ জনই একই গ্রামের। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। ময়নাতদন্ত শেষে লাশগুলো তাদের গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আবুল্লাহ সিফাত-১৮/হিমেল