ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক ইকবাল মনিকে গ্রেফতার করেছে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে শহরের মিশন হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বিএনপি’র লাগাতার হরতাল কর্মসূচিতে নাশকতা চালানোর অভিযোগে তার নামে দায়ের হওয়া কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারের বিষয়টি ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
এদিকে গ্রেফতার প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এটি রাজনৈতিক হয়রানির অংশ।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল