সাংবাদিক শিমুল হত্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরুসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মীরুকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আকরামুজ্জামান জানান, বিকেলে সাংবাদিক শিমুলের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মাথার মধ্যে একটি গুলি পাওয়া গেছে।
সমকালের তাড়াশ প্রতিনিধি আতিকুল ইসলাম বুলবুল জানান, ময়নাতদন্তের পর লাশ নিজ বাড়িতে রাখা হয়েছে। সকাল ১০টায় শাহজাদপুর পৌর হাইস্কুল মাঠে ও ১১টার দিকে নিজ গ্রাম মাদলা দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এছাড়াও তার নানীর জানাযা একই সাথে হবে বলেও এই সাংবাদিক জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল