টেকনাফের হোয়াইক্যংয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় সিএনজিটিও জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ জামাল হোছাইন জানান, গোপন সংবাদে হাইওয়ে পুলিশের একটি দল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি করতে থাকে। পুলিশের তল্লাশি দেখে কক্সবাজারগামী একটি সিএনজি দ্রুত থামিয়ে চালক ও অন্যরা পালিয়ে যায়।
সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ২০ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ