টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের লাফারঘোনা থেকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবার ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিব-২ এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "উদ্ধার হওয়া এই ৮০ হাজার ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।"
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২