সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়রের গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। আজ সকাল পৌনে ১১টায় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষের ঢল নামে।
এরপর শিমুলের লাশ তার গ্রামের বাড়ি মাদলা-কাকিলাবাড়ীতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মাদলা-কাকিলাবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল