সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের শেরে বাংলা পার্কে পঞ্চগড় প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে।
প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানবন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী, সমকাল সুহৃদ সমাবেশের সদস্য, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা