শহরকে পরিচ্ছন্ন রাখতে নিজ হাতেই ঝাড়ু নিয়ে আর্বজনা সরিয়েছেন নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। শনিবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশ নিয়ে নাগরিকদের নিজ আবাসস্থলসহ আশপাশ পরিচ্ছন্ন রাখার আহবান জানান তিনি।
'পরিষ্কার করি দিবস' উদযাপন উপলক্ষে নীলফামারীতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে পরিবর্তন চাই নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মেয়র ছাড়াও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুদৌলা জকি, সংগঠনের সমন্বয়কারী আসাদুজ্জামান সুজন এতে অংশগ্রহণ করেন।
আয়োজক সংগঠনের সদস্য মাহমুদ হাসান অয়ন জানান, সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে আমরা নীলফামারীতে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করি। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, নীলফামারী শহরকে সবুজ শহর হিসেবে গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আমরা শুরু করেছি। শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে স্টিলের ডাস্টবিন।
তিনি সবাইকে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে এবং বাড়ির আশপাশসহ সড়ক পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল