Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৫৯
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:০০

নানি-নাতিকে পাশাপাশি দাফন

অনলাইন ডেস্ক

নানি-নাতিকে পাশাপাশি দাফন

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। আর নাতির মৃত্যুর খবর শুনে শোকে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিমুলের নানি রোকেয়া বেগম (৯০)। আজ শনিবার পৃথক জানাজা শেষে দুইজনকে পাশাপাশি দাফন করা হয়।

প্রথমে সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ও পরে শিমুলের বাড়ি মাদলা গ্রামের কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় শিমুল ও তার নানিকে। শিমুলের নানির আলাদা জানাজা হয়।

শুক্রবার শিমুলের মৃত্যু খবর আসার পরপর তার নানি মারা যান।

শিমুলের স্বজনরা জানান, শিমুল ছোটবেলা থেকেই নানির কাছে থাকতেন। লেখাপড়াও নানির কাছে থেকে করেছেন। নাতির মৃত্যু সংবাদ শুনেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় তার মৃত্যু হয়।


বিডি-প্রতিদিন/এস আহমেদ


আপনার মন্তব্য