দৈনিক সমকাল পত্রিকার সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদ শিমুল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভালুকার সাংবাদিকরা। সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে শনিবার দুপুরে ভালুক-গফরগাঁও সড়কের ভালুকা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রিন্ট মিডিয়া ও বেসরকারি টেলিভিশনের স্থানীয় সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সমকালের ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মালেক খান উজ্জল, সুহৃদ ভালুকার সভাপতি অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, আসাদুজ্জামান সুমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ