সিরাজগঞ্জের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল প্রেসক্লাব।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এর সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ টাঙ্গাইল ইউনিট।
ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলছে। এতে করে সাংবাদিকদের কর্মক্ষেত্র ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। পূর্বের অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরণের সহিংস ঘটনার পুণরাবৃত্তি হচ্ছে। এসব অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে। অন্যথায় কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ