সিরাজগঞ্জে শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বাগেরহাটের স্থানীয় সাংবাদিকরাসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশারেফ হোসাইন, অ্যাডভোকেট মোজাফফর হোসেন, মো. দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান মাফুজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি সরকারকে গুরুত্ব দিতে হবে, যাতে আর কোন সাংবাদিক দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকার না হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ