বান্দরবানের বাঘমারা ভিতর পাড়ায় সন্ত্রাসীরা পাড়া প্রধান মংশৈথুই মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে। আজ শনিবার সকালে এ অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চারজন অস্ত্রধারী সন্ত্রাসী বান্দরবানের সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা ভিতর পাড়া থেকে পাড়া প্রধান কার্বারী মংশৈথুই মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশের এলাকাগুলোতে অভিযান চালাতে শুরু করে। এ ঘটনায় পুলিশ বাঘমারা থেকে থোয়াইচা হ্লা (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।
সদর থানার ওসি রফিক উল্লাহ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, "বাঘমারা থেকে একজন কারবারিকে অপহরণ করা হয়েছে। অপহৃতকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯