তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে দায়িত্ব দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। আজ সকালে নিজ নির্বাচনী এলাকা নাটোরের সিংড়া জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ মুক্ত করতে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। এর আগে শিক্ষার্থীরা মাদক ও জঙ্গিবাদবিরোধী শপথ নেন। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার