বগুড়ার কাহালু-মালঞ্চা সড়কের শহরগাড়ী পালাপাড়া এলাকায় মাটি বোঝাই ট্রাকের চাপায় পল্লী চিকিৎসক মোজাফফর হোসেন (৫৫) নিহত হয়েছেন। আজ সকাল ১১ টায় নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসি বিক্ষুব্দ হয়ে ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। নিহত মোজাফ্ফর বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মুরাদপুর গ্রামের বাসিন্দা। কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালক ফারুক হোসেনকে আটক করেছে। ফারুক হোসেন কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের মৃত. ইজার আলীর ছেলে।
জানা যায়, নিহত মোজাফফর হোসেন তার মেয়ে-জামাই কাহালু উপজেলার মালঞ্চার শহরগাড়ী পালাপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে এসে নিজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাক চালককে থানায় নেওয়া হয়েছে। নিহত মোজাফ্ফর মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার