বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় চালক সহ ১৫ যাত্রী আহত হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭জনকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মাইনুদ্দিন মুন্সি জানান, কাওড়াকান্দি থেকে ১৪ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। মহাসড়কের দোয়ারিকা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢাল অতিক্রমকালে মাইক্রোবাসটির পেছনের ডান পাশের চাকা ফেটে যায়। মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে একটি বটগাছ এবং গাছ লাগোয়া ছোট দোকানের সঙ্গে মেরে দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ এবং সেই দোকানটি বিধ্বস্ত হয়। দোকানী দৌড়ে বাঁচলেও মাইক্রোবাসের সকল যাত্রী এবং চালক গুরুতর আহত হয়।
নগরীর বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, "নিয়ন্ত্রন হারানো মাইক্রাবাস দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৪জনকে শেরে-ই বাংলা মেডিকেলে প্রেরন করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪