ঝালকাঠিতে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হল ৩ দিনের জেলা ইজতেমা। শনিবার দুপুরে আখেরি মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
গত বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শহরের পৌর স্টেডিয়ামে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়। এতে ঝালকাঠি ও আশপাশের এলাকা থেকে ৫০ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। কাকরাইল মসজিদের মুরাব্বীয়ান মাওলানা মোশারফ এই আখেরি মোনাজাতের দোয়া পরিচালনা করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ইজতেমায় উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই ইজতেমা ময়দানে ভিড় বাড়তে থাকে মুসুল্লিদের। পরে বেলা ১২টার দিকে, আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার এই আঞ্চলিক পর্ব। এদিকে ইজতেমা নির্বিঘ্নে করতে ময়দান জুড়ে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা।
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫