যশোর সদর উপজেলার কানাইতলা এলাকায় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। যশোর-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের নিতিষ মল্লিকের ছেলে প্লাবন মল্লিক (২৮) ও একই উপজেলার হাজরাইল গ্রামের ধিরাজ মণ্ডলের ছেলে দেব প্রষাদ মণ্ডল (২৮)।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্লাবন ও দেব প্রষাদ বিকেলে যশোর থেকে মোটরসাইকেলে করে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে কানাইতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা।"
তিনি আরও জানান, "পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।"
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫