সিদ্ধিরগঞ্জে গার্মেন্টের ঝুট (কাপড়ের উচ্ছিষ্টাংশ) থেকে তুলা তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বিশ্বরোড এলাকার তিন কন্যা কটন মিল নামক ঐ তুলা কারখানায় এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ঝুট থেকে তুলা তৈরির করার সময় মেশিন থেকে সৃষ্ট আগুনের স্ফুলিঙ্গ তুলায় পড়ে অগ্নিকাণ্ডের কারণ বলে উল্লেখ করেছেন কারখানার মালিক হায়দার। খবর পেয়ে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই কারখানার পাশের একটি মাদ্রাসার ছাত্ররা এবং এলাকাবী আগুন নিভিয়ে ফেলে।
অগ্নিকেণ্ডে কারখানাটির তুলা, গার্মেন্টের ঝুটসহ তুলার সরাঞ্জাম পুড়ে যায়। এতে ঐ কারখানার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন কারখানার মালিক হায়দার। মণ্ডল পাড়া ফায়ার সর্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার এনামূল হক জানায়, তুলা বানানোর স্পূলিঙ্গ থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।